চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্ত এলাকার পদ্মা নদী থেকে আশরাফুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নদীতে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় বিজিবি লাশটি উদ্ধার করে।
নিহত আশরাফুল ইসলাম হচ্ছেন শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের চরহাসানপুর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন চোরাকারবারী রঘুনাথপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর থানার বাজিতপুর বিওপির বিএসএফ সদস্যরা কয়েকরাউন্ড গুলি বর্ষণ করে। ধারণা করা হচ্ছে গুলিবিদ্ধ হয়ে আশরাফুল নদীতে পড়ে যায় এবং আজ তার লাশ ভেসে উঠে।
৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আবু জাফর সেখ মোহাম্মদ বজলুল হক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ০২ জুলাই, ২০১৫/ রশিদা