আগামী ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি এ আশা প্রকাশ করেন। অপরপ্রান্তে এ সময় কক্সবাজার অবস্থান করছিলেন বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
বিশ্বব্যাংকের সদ্য প্রকাশিত মূল্যায়ন প্রতিবেদনে বাংলাদেশ অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অনেক জ্বালাও-পোড়াও মোকবেলা করতে হয়েছে। তারপরও আমাদের অর্থনৈতিক উন্নয়নের গতি শ্লথ করতে পারেনি। এটাই আমাদের অর্জন।
তিনি আরও বলেন, আমরা যখনই কোনো কাজ করতে যাই, তখনই অনেক ঝামেলা পোহাতে হয়। আমাদের এত ঘনবসতিপূর্ণ সব এলাকা যে, যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের পুনর্বাসন করতে হয়। আমরা সবসময় পুনর্বাসনের কাজটি সঠিকভাবে করি। এখানেও করা হবে।
বিডি-প্রতিদিন/০২ জুলাই, ২০১৫/মাহবুব