বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেছেন, যেহেতু আপনারা আন্দোলনের ডাক দিয়েছেন, তার ফলে এই গাড়ি পোড়ানো হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে। অতএব আপনাদের এর দায়দায়িত্ব নিতে হবে।
বৃহস্পতিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের জামিন শুনানিতে প্রধান বিচারপতি এস কে সিনহা এমন কথা বলেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন খন্দকার মাহবুব হোসেন।
খন্দকার মাহবুব বলেন, প্রধান বিচারপতির এমন বক্তব্যের পর আমি জবাবে বলেছি- দেশনেত্রী (খালেদা জিয়া) বার বার বলেছেন শান্তিপূর্ণভাবে আন্দোলন হবে। আমাদের মহাসচিবের তরফ থেকেও এমন কোনো বক্তব্য নেই যে, কোনো রকম উসকানি দিয়েছেন। তার (ফখরুল) বিরুদ্ধে একমাত্র অভিযোগ উসকানি দেওয়া। রাষ্ট্রপক্ষও বলেছে তার উসকানির কথা। বিষয়টি এখন বিচারে রয়েছে। বিচারে প্রমাণ হলে তখন দেখা যাবে।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, হ্যাঁ প্রধান বিচারপতি একথা বলেছেন। তাছাড়া, ফৌজদারি কার্যবিধিতে এ রকম রয়েছে।
এদিন রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে রবিবার আদেশের দিন ধার্য করা হয়। এ তিন মামলায় জামিন বহাল থাকলে জামিনে মুক্তি পাবেন প্রায় ছয় মাস কারাবন্দি থাকা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল।
বিডি-প্রতিদিন/০২ জুলাই, ২০১৫/মাহবুব