টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা এলাকার কষ্টা পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন: ঘাটাইল উপজেলার খিলগাতি গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে আব্দুল আজিজ (৪০), ধনবাড়ি উপজেলার বানিয়াবাড়ি গ্রামের অটোরিক্সা চালক কবির হোসেন (৩৮)। নিহতদের মধ্যে অজ্ঞাত এক নারী ও পুরষ রয়েছেন। আহত ব্যক্তিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শাহ মো. আরিফুর রহমান জানান, টাঙ্গাইল শহর থেকে প্রান্তিক পরিবহনের একটি খালি বাস টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা এলাকায় কষ্টাপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি ব্যাটারিচালিত অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন যাত্রী নিহত ও ২ জন আহত হয়। আহত দুইজনকে টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অটোরিক্সার চালক কবির নিহত হন।
পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। তবে বাসের চালক পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/০৩ জুলাই ২০১৫/ এস আহমেদ /রশিদা