কুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও ট্রাক সংঘর্ষে ৪জন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার নোয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নোয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন জানান, মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার নোয়াবাজার এলাকায় ঢাকামুখী বলেশ্বর পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়ানো একটি ট্রাককে ধাক্কা দেয়। এসময় বাসে থাকা ১৫জন যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৬জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বাকী ২জন মারা যায়। নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।