নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর আদেশের জন্য ৮ জুলাই দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ রবিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বধীন চার সদস্যের আপিল বিভাগ এ দিন ধার্য করেন।
একই সঙ্গে আদেশে ৮ জুলাইয়ের মধ্যে ফখরুলের অসুস্থতার কাগজপত্র আদালতে জমা দিতে বলা হয়। এর আগে বৃহস্পতিবার ২ জুলাই আপিল বিভাগ ফখরুলের জামিন বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আজ রবিবার দিন ধার্য করেন।
বিডি-প্রতিদিন/৫ জুলাই ২০১৫/শরীফ