ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি যাত্রীবাহী বাসের চাপায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবল নিহত হয়েছেন।
শনিবার রাত ১০টার দিকে ঢাকা-মাওয়া সড়কের মোল্লারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এএসআই মো. মহিসন (৪০) ও কনস্টেবল কামরুল (৩০)। তারা দু'জনই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কর্মরত ছিলেন। এদের মধ্যে মহসিনের বাড়ি শরিয়তপুর এবং কামরুলের বাড়ি টাঙ্গাইলে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, ওই এলাকায় মহসিন ও কয়েকজন কনস্টেবল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে মহাসড়কে টহলে ছিলেন। রাত ১০টার দিকে একটি যাত্রীবাহী বাস মহসিন ও কামরুল চাপা দেয়।
পরে আহত অবস্থায় মহসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কামরুলকে পঙ্গু হাসপাতালে পাঠানো হলে রাত ১২টার দিকে মহসিন ও ১টার দিকে কামরুল মারা যান।
বিডি-প্রতিদিন/০৫ জুলাই, ২০১৫/মাহবুব