প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে প্রচারের অভিযোগে আবুল হোসেন মোল্লা (৩৪) ও মিঠু (২৫) নামে দুই জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে আবুল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি একই ইউনিয়নের যদু মাতব্বরের পাড়ার হোসেন মোল্লার ছেলে। আটক মিঠু ওই একই এলাকার বাসিন্দা। আজ রবিবার সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসিরউল্লা জানান, আবুল ও মিঠু সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং কয়েকজন মন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে প্রচার করেন। খবর পেয়ে পুলিশ আজ রবিবার অভিযান চালিয়ে তাদের আটক করে।
দুপুরে ওসি আরো জানান, আটক দুই জনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ২০০৬ সংশোধনী ২০১৩ অ্যাক্টের ৫৭/২ ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/৫ জুলাই ২০১৫/শরীফ