জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেছেন, মাদকসেবীদের জ্বালায় শহরাঞ্চলের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। রাজধানীর শাহবাগ, কমলাপুর, মতিঝিলসহ বিভিন্ন পার্কে প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন মাদক বিক্রি হচ্ছে। আর এর জন্য বাড়ছে যৌন ব্যবস্যাসহ যৌন হয়রানি। এর থেকে বাদ নেই ধনী পরিবারের ছেলে-মেয়েরা। রাজধানীর নামকরা অনেকে কলেজ ও স্কুলের আশেপাশেও মাদক এখন সহজলভ্য হয়ে পড়েছে। কিন্তু এটি নিয়ন্ত্রণে আমাদের আইন-শৃঙ্খল বাহিনী সম্পূর্ণ ব্যর্থ। এমন কি মাদক ব্যবসার সঙ্গে অনেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত বলে বিভিন্ন পত্র-পত্রিকার খবরে আসছে। কোন কোন পুলিশ কর্মকর্তারাও এসব ব্যবসার সঙ্গে জড়িত হয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। আর এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ দিতে মাদক অধিদপ্তর সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন ফিরোজ রশিদ।
জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশনের আজ রবিবারের বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি একথা বলেন।
কাজী ফিরোজ রশিদ বলেন, মাদক এখন এমন একটি ভয়াবহ সমস্যা, যে সমস্যা শহর থেকে গ্রাম, গ্রাম থেকে গ্রামের অত্যন্ত ক্ষুদ্র বাজারেও প্রবেশ করেছে।এসব বাজারে দেদারছে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা পাওয়া যাচ্ছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর কবলে পড়ে যে কোথায় চলে যাচ্ছে, তা চিন্তা করাও অকল্পনীয়। স্কুল কলেজের ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও মাদকে আসক্ত হয়ে পড়ছে।
বিডি-প্রতিদিন/ ০৫ জুলাই, ২০১৫/ রশিদা