নীলফামারীর চারটি ছিটমহলে আজ সোমবার থেকে শুরু হচ্ছে জনগণনা। আজ সকাল ১০টা থেকে শুরু হবে তা। ভারত বাংলাদেশের যৌথ প্রতিনিধিদের উপস্থিতিতে গণনা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, যৌথ সমীক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য ভারতের দু'জন গণনাকারী ও একজন সুপারভাইজার এবং বাংলাদেশের দুজন গণনাকারী ও একজন সুপারভাইজার নিয়োগ দেয়া হয়েছে। ২৮নং ছিটের পশ্চিম খড়িবাড়ি, ২৯নং ছিটের পশ্চিম খড়িবাড়ি, ৩০নং ছিটের পশ্চিম গয়াবাড়ি ও ৩১নং ছিটের দক্ষিণ খড়িবাড়ি ক্যাম্পে গণনা কার্যক্রম হবে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, ৬-১৬ জুলাই পর্যন্ত চলবে এ গণনা কার্যক্রম। নির্ধারিত সময়ের মধ্যে যদি কেউ ভারতে থাকার ইচ্ছে পোষণ করেন তবে তার যাতায়াত সুবিধার জন্য দেয়া হবে গ্রিনকার্ড।
বিডি-প্রতিদিন/৬ জুলাই ২০১৫/শরীফ