চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজার সংলগ্ন গোগরা এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছেলে মিঠু (১৩) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের বাবা সালেহ আহম্মদ (৪৫) ও মা কাজল বেগম (৩৫)।
রবিবার দিবাগত রাতে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী আরিফ জানায়, চাঁদপুর থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে চাঁদপুরগামী ট্রাকের সংর্ঘষ হয়। এতে সিএনজি’র যাত্রী মিঠু ঘটনাস্থলেই নিহত এবং তার বাবা ও মা গুরুতর আহত হয়। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা চলছে।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম বিষয়টি নিশ্চিত করে জানান, উভয় চালকরা পালিয়ে গেলেও, ঘটনাস্থল থেকে সিএনজি ও ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৬ জুলাই, ২০১৫/মাহবুব