রাজধানীর লালবাগ ও চট্টগ্রামের একটি এলাকা থেকে ১২শ কেজি বিস্ফোরকসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি।
সোমবার ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, রবিবার অভিযান চালিয়ে ১২শ কেজি বিস্ফোরকসহ চারজনকে আটক করা হয়।
মিন্টু রোডের মিডিয়া সেন্টারে সোমবার দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৬ জুলাই, ২০১৫/মাহবুব