বাজেট বক্তৃতায় নারী সাংসদদে শোপিস বলে সংসদে সমালোচনার মুখে পড়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সেই এরশাদ নারীর ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন তুলে জাতীয় সংসদ ভবন থেকেই নারীর প্রতি বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন।
সোমবার সংসদে এরশাদ বলেন, ‘২০১৫-২০১৬ অর্থবছরে বাজেট আলোচনায় একটি শব্দ ভুলবশত: উচ্চারিত হয়েছিল। সেটা নিয়ে সংসদে নারী এমপিরা হট্টগোল শুরু করেন। তাই সেদিন আর বলতে পারিনি। আমরা নারীর ক্ষমতায়নের কথা বলি। আমরা প্রায়ই বলি আমাদের জনগোষ্ঠীর অর্ধেক নারী। কিন্তু আমাদের নারীরা কী ক্ষমতা অর্ধেক ভোগ করেন? আমরা কী নারীর নিরাপত্তা দিতে পেরেছি? এখনো বৈষম্য রয়েছে। তারা সমান সুযোগ পাচ্ছেন না। নারী শ্রমিকরা পুরুষের সমান কাজ করেও সমান পারিশ্রমিক পান না। নারীরা নির্যাতনের শিকার হয়, লাঞ্চনার শিকার হয়ে আত্মহাত্যা করেন। তাই এদের অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব, আমাদের দায়িত্ব, সংসদের দায়িত্ব।
এরশাদ আরও বলেন, জাতীয় সংসদেই ৫০ জন সংরক্ষিত নারী সদস্য রয়েছেন, তারা কি আমাদের সমান সুযোগ পান? পান না। আমরা যে বরাদ্দ পাই তারা তা পায় না। বিভাজন এখানেই। বিভাজন দূর করতে হলে এখান থেকেই করতে হবে।
এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সকল নারী ও পুরুষ সদস্যরা হাসতে থাকেন। অনেক নারী সদস্য তার বক্তব্যে টেবিল চাপড়িয়ে অভিনন্দন জানান।
বিডি-প্রতিদিন/০৬ জুলাই, ২০১৫/মাহবুব