মোংলায় বেড়েই চলেছে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব। জুন থেকে এখানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে শুরু করে। জুনের আগেও এখানে কম-বেশি ছিল ডেঙ্গুর রোগী। কিন্তু জুলাই মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩৪ জন ডেঙ্গু রোগী। আর আগস্টের প্রথম ১০ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১০জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তাদেরকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আর যারা কম দুর্বল হচ্ছেন তারা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহিন বলেন, বর্ষা মৌসুমে সাধারণত ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ে। তাই এখানেও ডেঙ্গুর রোগীও বাড়ছে। মূলত এডিস মশার কামড়েই ডেঙ্গু আক্রান্ত হয়ে থাকে মানুষ। তাই বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ তার। তিনি আরও বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন সব বয়সের মানুষ যেমন, শিশু, কিশোর, যুবক ও বৃদ্ধ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন