প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা কার্ড পাঠান খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, বিএনপির সহ-দফতর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম ও আসাদুল করিম শাহীনের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা সংবলিত কার্ডটি ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে পৌঁছে দেন। সেখানে আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক মো. সেকান্দার আলী এই শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/ ১৪ জুলাই, ২০১৫/ রশিদা