সিলেটে নির্মম নির্যাতনে খুন হওয়া শিশু সামিউল আলম রাজন হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া আসামি মুহিত আলমের শ্যালক ইসমাইল হোসেন আবলুচকে (৩২) পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
আজ সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি থেকে ইসমাইলকে পুলিশ আটক করে। গতকাল সোমবার এই মামলায় মুহিতকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১৪ জুলাই, ২০১৫/ রশিদা