পবিত্র শবে কদর এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম উভয় শেয়ারবাজারে ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত ছয় দিন ছুটি থাকবে।
সরকারি সূত্র জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসইতে আগামী ২০ জুলাই পর্যন্ত শেয়ার ট্রেডিং হবে না। এ সময়ে উভয় স্টক এক্সচেঞ্জের অফিস বন্ধ থাকবে। উভয় স্টক এক্সচেঞ্জে আগামী ২১ জুলাই মঙ্গলবার থেকে পুনরায় শেয়ার ট্রেডিং শুরু হবে।
ছুটি শেষে ২১ জুলাই থেকে শেয়ার ট্রেডিংয়ের সময়সূচি হবে সকাল সাড়ে ১০টা থেকে থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং অফিস সময়সূচি হবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত।
বিডি-প্রতিদিন/১৪ জুলাই ২০১৫/শরীফ