যে কোনো সময় ছাড়া পচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন তিনি।
চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, ইতোমধ্যে ইনি প্রক্রিয়া শেষ হয়েছে। যে কোনো সময় তিনি ছাড়া পাচ্ছেন। ইতোমধ্যে হাইকোর্টের জামিনের কাগজপত্র কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে।
জ্যেষ্ঠ জেলা সুপার ফরমান আলী আজ মঙ্গলবার বিকালে সাংবাদিকদের জানান, মির্জা ফখরুলের জামিন আদেশের কাগজ তারা বুঝে পেয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হবে।
উল্লেখ্য, ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আটক করা হয় মির্জা ফখরুলকে। পরে তাকে পল্টন থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়। কারাগারে থাকাকালীন অসুস্থ হয়ে পড়লে ১৩ জুন চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/১৪ জুলাই ২০১৫/শরীফ