বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলায় অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে আজ। ভারতের মেঘালয়ে গ্রেফতার হওয়া সালাউদ্দিনের উপস্থিতিতে সেখানকার একটি নিম্ন আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে। আদালতের পাবলিক প্রসিকিউটর জানান, সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি হবে।
মেঘালয় পুলিশ ৩ জুন অতিরিক্ত সহকারী কমিশনারের (জুডিশিয়াল) আদালতে সালাহউদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এতে বলা হয়, ভারতে এই বিএনপি নেতার আকস্মিক উপস্থিতি ‘উদ্দেশ্যপ্রণোদিত’। বাংলাদেশে বেশ কয়েকটি অভিযোগের বিচার এড়াতে এটি করা হয়েছে। ঢাকা থেকে অন্তর্ধানের দুই মাস পর গত ১১ মে শিলংয়ের গল্ফ লিঙ্ক এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখা যায় সালাহউদ্দিন আহমেদকে। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢোকার অভিযোগে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় তার বিরুদ্ধে মামলা হয়।
প্রসিকিউটর বলেন, সালাহউদ্দিনের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের বিষয়টিও রয়েছে। এই বিএনপি নেতার বিরুদ্ধে আনা অভিযোগের ন্যূনতম সাজার বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা না হলেও সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে, যদিও পুরো বিষয়টি বিচারকের উপর নির্ভর করে। বিচারক অবশ্য এক মাস কারাভোগের পর তাকে দেশে পুশব্যাকের আদেশও দিতে পারেন বলে জানান প্রসিকিউটর। তাঁর মতে, মামলাটি এখন ‘অনেক বেশি স্পট’ এবং নিম্ন আদালতে রায় হওয়ার পর বিষয়টি নিয়ে উচ্চ আদালতে আপিল করার তেমন সুযোগ থাকবে না।
গত একমাস ধরে জামিনে রয়েছেন সালাহউদ্দিন আহমেদ। তবে তার শিলং ত্যাগের উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৫ জুলাই, ২০১৫/ রোকেয়া।