থাইল্যান্ডে অনুষ্ঠিত ৫৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে [অাইএমও] বাংলাদেশ দলগতভাবে দক্ষিণ এশিয়ায় শীর্ষস্থান লাভ করেছে। এবারের আসরে মোট ৯৭ নম্বর পেয়েছে বাংলাদেশ দল। আইএমওতে টানা ১১বার অংশগ্রহণ করেছে বাংলাদেশ। ফলে এবারের প্রাপ্ত নম্বরই সর্বোচ্চ। ১১৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৩তম। পার্শ্ববর্তী ভারতের অবস্থান ৩৭তম। অার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র যাদের মোট নম্বর ১৮৫। এরপরে রয়েছে চীন, দক্ষিণ ও উত্তর কোরিয়া। বাংলাদেশ দলের ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের সানজিদ আনোয়ারের রৌপ্য এবং আদিব হাসান, আসিফ-ই-এলাহী, সাব্বির রহমান ও সাজিদ আকতারের ব্রোঞ্জপদক পেয়েছেন। এ ছাড়া এম নাঈমুল ইসলাম পেয়েছেন সম্মানজনক স্বীকৃতি।
মঙ্গলবার রাতে আইএমওর বিচারকদের সভায় এ ফলাফল চূড়ান্ত হয়। আজ বুধবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আইওমওর সমাপনী অনুষ্ঠানে।
উল্লেখ্য, আগামী বছর ৫৭তম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে হংকংয়ে। এ উপলক্ষ্যে বাছাই শুরু হবে চলতি বছরের ডিসেম্বর মাস থেকে।
বিডি-প্রতিদিন/১৫ জুলাই ২০১৫/শরীফ