হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০০ গ্রাম স্বর্ণসহ ওমর ফারুক নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমান বন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে তাকে আটক করা হয়।
শাহজালাল বিমান বন্দর কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার আলামিন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মালয়েশিয়া থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-০৮৭ যোগে শাহজালাল বিমানবন্দরে আসেন ফারুক।
গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার গতিবিধি সন্দেহ হয় কাস্টমস কর্তৃপক্ষের। এরপর তার লাগেজ তল্লাশি করে ৪শ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
এর ঘন্টা দুই আগে সকাল সোয়া ৭টায় ৪৬০ গ্রাম স্বর্ণসহ আলাল উদ্দিন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করে শাহজালল কাস্টমস কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/ ১৬ জুলাই ১৫/ নাবিল