একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুট ও অগ্নিসংযোগের দায়ে পটুয়াখালীর রাজাকার ফোরকান মল্লিকের ফাঁসির আদেশ দিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগের মধ্যে ৩টি প্রমাণিত হয়েছে। ১টি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
ফোরকানের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ রয়েছে। ১৪ জুন থেকে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে। এটি হবে মানবতাবিরোধী অপরাধ মামলার ২০তম রায়। গত বছরের ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফোরকানের বিচার শুরু হয়।
একাত্তরে হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের দায়ে ২০০৯ সালের ২১ জুলাই ফোরকানের বিরুদ্ধে পটুয়াখালীর মির্জাগঞ্জ থানায় আবদুল হামিদ নামে এক ব্যক্তি মামলা করেন। পরে পটুয়াখালীর গোয়েন্দা পুলিশ ২০১৪ সালের ২৫ জুন তাকে বরিশাল থেকে গ্রেফতার করে। ৩ জুলাই মানবতাবিরোধী অপরাধে আটক দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/ ১৬ জুলাই, ২০১৫/ রশিদা