৩ ম্যাচ ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে পরাজিত করে সিরিজ জয় করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে টাইগারদের এ অভিনন্দন জানান। স্ট্যাটাসে তিনি লিখেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আমার প্রাণঢালা অভিনন্দন। তোমরা দেশের জয়যাত্রা অব্যাহত রেখে নতুন ইতিহাস সৃষ্টি করে চলেছ। তোমাদের সাফল্য’ দেশের মহা সাফল্য। আরও এগিয়ে যাও। সারাদেশ তোমাদের সঙ্গে আছে।’
চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বুধবার দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/ ১৬ জুলাই ১৫/ সালাহ উদ্দীন