পাবনার ঈশ্বরদী উপজেলায় চার্চের ধর্মযাজক লুক সরকার হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী জেএমবির আঞ্চলিক কমান্ডার রাকিবুল হাসান ওরফে রাকিবকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১১টার দিকে জেলার টেবুনিয়া এলাকা থেকে এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার দাস জানান, হত্যা চেষ্টা মামলার পূর্বে গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্য অনুযায়ী পাবনা সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ বেশ কিছু দিন ধরে এই ঘটনার মূল আসামী রাকিবকে গ্রেফতারের চেষ্টা করছিল। এরই ধারাবাহিকতায় আজ সকালে পাবনা সদর উপজেলার টেবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে এই মামলায় জেএমবির ৪ সদস্য জিয়াউর রহমান ওরফে জিয়া (৩৫), আব্দুল আলিম (৩৬), শরিফুল ইসলাম ওরফে তুলিব (২২) ও আমজাদ হোসেনকে (৩০) গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর ধর্মীয় দীক্ষা নেয়ার কথা বলে ৩ যুবক ঈশ্বরদীর ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারের ভাড়া বাসায় গিয়ে তাকে গলা কেটে হত্যা চেষ্টা চালায়। ওই দিন রাতেই এই ঘটনায় লুক সরকার বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা করেন।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর ২০১৫/শরীফ