বাংলাদেশের বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননসহ মোট ১২টি দেশের পর্যটন মন্ত্রীরা আজ সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সুন্দরবন দেখার জন্য বাগেরহাট যাচ্ছেন। সকাল ১১টায় হেলিকপ্টারযোগে তাদের সেখানে পৌঁছার কথা রয়েছে। বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামআজ সকাল ৯ টায় এ তথ্য দিয়েছেন।
বিদেশি পর্যটনমন্ত্রীদের সঙ্গে বাংলাদেশের বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননও আছেন। মংলা নেভাল হেলিপ্যাডে অবতরণ করবেন পর্যটনমন্ত্রীরা।
সেখান থেকে নদী পথে মংলায় অবস্থানরত এমভি টাংগুয়ার হাওড় নামের বিশেষ পর্যটন জাহাজে করে তারা সুন্দরবনের ভেতর দিয়ে হারবারিয়া এলাকায় যাবেন। সেখান থেকে দুপুর আড়াইটার দিকে ফের হেলিকপ্টার যোগে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৫/শরীফ