বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী পদত্যাগ করেছেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে গতকাল বুধবার পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০১-২০০৫ সাল পর্যন্ত শমসের মবিন চৌধুরী ছিলেন পররাষ্ট্র সচিবের দায়িত্বে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দুই বছর চাকরি মেয়াদ শেষ করে ২০০৮ সালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপিতে যোগ দেন শমসের মবিন চৌধুরী। সে সময় চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পান তিনি। ২০০৯ সালে বিএনপির কাউন্সিল হলে শমসের মবিনকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়।
চলতি বছরের শুরুতে বিএনপি ও শরিকদের টানা অবরোধ-হরতালের মধ্যে নাশকতার মামলায় গ্রেফতার হয়েছিলেন শমসের মবিন। পরে আদালত তাকে জামিনে মুক্তি দেয়।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৫/ রশিদা