আগামী ১২ নভেম্বর বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ওই দিন বিকালে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় ভাষণ দিবেন তিনি। এছাড়া বগুড়াকে সিটি কর্পোরেশনসহ প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ঘোষণা করতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
জানা গেছে, ১২ নভেম্বর বগুড়া সেনানিবাসে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়া আসবেন। ওই দিন দুপুরে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগের জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জনসভা সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে জেলা আওয়ামী লীগ। আগামী ৩১ অক্টোবর শনিবার দলের জেলা কমিটির বর্ধিত সভা আহবান করা হয়েছে। এতে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। জনসভায় প্রধানমন্ত্রী বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণাসহ উন্নয়নমূলক কাজের উদ্ভোধন ঘোষণা করতে পারেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু। তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে প্রস্তুতি শুরু করা হয়েছে। শনিবার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর আগমন সম্পর্কে জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস জানান, ১২ নভেম্বর জনসভা সফল করার লক্ষ্যে ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে সকল ইউনিটকে জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনের পূর্বে সর্বশেষ বগুড়ায় এসেছিলেন। ওই দিন তিনি বগুড়া সার্কিট হাউসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৫/শরীফ