রাজধানী ঢাকায় যানজট নিরসনে মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি পাতালরেল প্রকল্প গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন বলে বৈঠক সূত্রে জানা যায়।
বৈঠক সূত্রে জানা গেছে, একনেক সভায় প্রধানমন্ত্রী বলেন যানজট নিরসনে ঢাকায় মেট্রোরেলের পাশাপাশি পাতাল রেল প্রকল্প গ্রহণ করতে হবে। সেই জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।’ বৈঠকে প্রকল্প গ্রহণের জন্য শেখ হাসিনা পরিকল্পনা কমিশনকে নির্দেশনা দিয়েছেন বলেও জানা গেছে।
সূত্র আরও জানায়, পাতালরেলের প্রকল্প অর্থায়ন প্রসঙ্গে একনেক সভায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ঢাকায় সফররত বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (পরিচালক) কাইল পিটারসের ঢাকার যানজটের অভিজ্ঞতার একটি গল্প বলেন। সভায় এই গল্পটি শোনার পর প্রকল্প তৈরির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এছাড়া সংবাদ সম্মেলনে পাতালরেল প্রকল্প প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ঢাকার যানজট নিরসনে মেট্রোরেলের পাশাপাশি পাতালরেল প্রকল্প হাতে নিতে হবে। পদ্মাসেতু প্রকল্পের মতো এটিও একটি স্বপ্নের প্রকল্প হবে। এই বিষয়ে বিশ্বব্যাংক আমাদের অর্থায়ন করবে।’ প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, খুব শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দিয়ে সমীক্ষা চালাবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৫/মাহবুব