প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঝুঁকিতে থাকা নাগরিকদের নিরাপত্তার ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
বাংলাদেশে স্বাধীনভাবে মত প্রকাশে বাধা দিতে দীপনকে হত্যা এবং প্রকাশক আহমেদুর রশিদ টুটুল, ব্লগার তারেক রহিম ও লেখক রনদীপন বসুর ওপর হামলা হয়েছে মন্তব্য করে এক বিবৃতিতে জাতিসংঘ বলেছে, এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয়।
জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডি. ওয়াটকিনস বলেন, ''ভবিষ্যতে এ ধরনের হামলা রুখতে সব পর্যায়ের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব থেকে এসব হত্যাকাণ্ডের নিন্দা জানাতে হবে। অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।''
অন্যদিকে এক বিবৃতিতে প্রকাশকদের উপর হামলার নিন্দা জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।
নিহতের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ''চলতি বছরের শুরু থেকে অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাশ এবং নীলয় চক্রবর্তী হত্যাকাণ্ডের মতো এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডগুলো সহিংস চরমপন্থা রুখতে আমাদের উভয় সরকারের যৌথ প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দেয়।''
প্রকাশকদের উপর হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশে স্বাধীন মত প্রকাশের সুযোগ 'সংকুচিত' হওয়ার শঙ্কা প্রকাশ করেছে জার্মানি।
এক বিবৃতিতে জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিঞ্জ বলেন, ''এসব হামলা এদেশে ভীতিকর আবহ তৈরি করছে। মুক্তমনাদের নিরাপত্তা নিশ্চিতে সব পদক্ষেপ নিতে আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।''
শিয়া সমাবেশে হামলা ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলারও সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন জার্মান রাষ্ট্রদূত।
প্রকাশকদের উপর হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে ফ্রান্সও।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর ২০১৫/এস আহমেদ