চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো নিয়ে সংঘর্ষ জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ। সোমবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
প্রক্টর আলী আজগর চৌধুরী জানান, সোমবার দুপুরের আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শাহজালাল ও শাহ আমানত হলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে।
ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন সোমবার সকালে 'জি' ইউনিটের (ইঞ্জিনিয়ারিং অনুষদ) পরীক্ষা হয়। এতে ১২৮টি আসনের বিপরীতে ২৩ হাজার ৪৫৭ জন আবেদন করেন।
আর বিকালে 'আই' ইউনিটের (ইন্সটিটিউট অব মেরিন অ্যান্ড ফিশারিজ) পরীক্ষায় ১১১টি আসনের বিপরীতে চার হাজার ৯২৫ জন অংশ নেয়ার কথা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ সভাপতি আলমগীর টিপুর অনুসারী 'সিক্সটি নাইন' ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারী 'সিএফসি' নামের দুই গ্রুপের কর্মীরা পরীক্ষা শুরুর আগে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাতে বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে মিছিল করে। এ সময় তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
এরপর সভাপতির অনুসারীরা শাহজালাল হল এবং সাধারণ সম্পাদকের অনুসারীরা শাহ আমানত হলে অবস্থান নেয়। বেলা সোয়া ১১টার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় পুলিশ লাঠিপেটার পাশাপাশি ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষের মধ্যে হাটহাজারী থানার ওসি ইসমাইলসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/০২ নভেম্বর ২০১৫/ এস আহমেদ