দীর্ঘ দুই মাসেরও বেশি সময় পর লন্ডন থেকে দেশে ফেরার পথে আরব আমিরাতের দুবাইয়ে যাত্রাবিরতি করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন তিনি। যাত্রাবিরতির পর শনিবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি ফের ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তার।
এর আগে, স্থানীয় সময় শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টা ১০মিনিট) এমিরাটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান বড় ছেলে তারেক রহমান, যুক্তরাজ্য বিএনপি'র সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদসহ অন্য নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর, ২০০৫/মাহবুব