দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ দুই মাস পাঁচ দিনের যুক্তরাজ্য সফর শেষ করে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে ঢাকায় ফিরলেন তিনি।
শনিবার বিকেল ৫. ১৩ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এমিরেটসের ইকে-৫৮৬ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিএনপি প্রধান তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’র উদ্দেশে রওয়ানা হবেন।
খালেদা জিয়াকে বিমানবন্দরে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, বিএনপির যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা প্রমুখ ।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন