মানবতাবিরোধী অপরাধ মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ১২. ৪৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে বলে কারাসূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে বৃহস্পতিবার একইসঙ্গে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের মৃত্যুদণ্ডাদেশের রিভিউয়ের পূর্ণাঙ্গ আদেশ কারাগারে পৌঁছায়।
এর আগে গত ১ অক্টোবর ট্রাইব্যুনালের আনুষ্ঠানিকতা শেষে তাদের মৃত্যুপরোয়ানা পৌঁছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন