মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার সকাল ৭টা ২৫ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে মুজাহিদের লাশ দাফন করা হয়।
এর আগে, শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ফাঁসির রায় কার্যকর হবার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুজাহিদের লাশবাহী গাড়িটি ফরিদপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয় রাত তিনটার দিকে। আর লাশবাহী গাড়িটি ফরিদপুরে মুজাহিদের বাড়িতে এসে পৌঁছায় সকাল ৬টা ৩৫ মিনিটে।
এরপর পশ্চিম খাবাসপুরস্থ মুজাহিদের বাড়ির পার্শ্ববর্তী আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা মাঠে সকাল ৭টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মুজাহিদের বড় ভাই আলী আফজাল মোহাম্মদ খালেছ।
জানাজার নামাজে মুজাহিদের স্বজন ছাড়া অল্প সংখ্যক মানুষকে অংশ নিতে দেয় স্থানীয় প্রশাসন। এরপর মুজাহিদের লাশ দাফন করা হয় সকাল ৭টা ২৫ মিনিটে।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৫/মাহবুব