মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে জীবনের শেষ খাবার হিসেবে দেওয়া হয়েছিল গরুর মাংস, মুরগি, সবজি, মাছ। ভাতের সঙ্গে ছিল ডাল। তবে সালাউদ্দিন কাদের চৌধুরী খাবার বেশি খাননি। অল্প খেয়ে বাকিটুকু রেখে দিয়েছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে, গত রাত ১১টার অল্প আগে সাকা চৌধুরীকে এ খাবার পরিবেশন করে কারা কর্তৃপক্ষ। সূত্র জানায়, জামায়াত নেতা মুজাহিদকেও একই ধরনের খাবার পরিবেশন করা হয়। কিন্তু তিনি খাবার স্পর্শ করেননি।
রাত সাড়ে ১২টায় তাদের দুজনকে তওবা পড়িয়ে জমটুপি পরানো হয়। এরপর স্বাভাবিকভাবেই তারা দু'জন হেঁটে ফাঁসির মঞ্চে যান। ১২টা ৫৫ মিনিটে একই মঞ্চে, একই সময়ে একই সঙ্গে তাদের ফাঁসি কার্যকর করা হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর প্রথমে মুজাহিদের ও পরে সালাউদ্দিনের লাশ নামানো হয়। এরপর তাদের ময়নাতদন্ত সম্পন্ন করে গোসল করানো হয়। কফিনে ভরে এ্যাম্বুলে্ন্সে করে রাত ২টা ৫০ মিনিটে নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশে লাশ পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৫/মাহবুব