কুমিল্লার লাকসামে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রীসহ ৫জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় লাকসাম সদরের ফতেপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম সদরের ফতেপুর নামকস্থানে ঢাকা থেকে নোয়াখালীগামী আন্তঃজেলা ট্রাক (ঢাকা-মেট্ট্রো-ট-১৮-০৮৮২) খিলা থেকে লাকসামগামী একটি সিএনজি চালিত অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ৩ জন এবং পরবর্তীতে হাসপাতালে নেয়া হলে অপর ২ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় নিহতরা হলেন: লাকসাম উপজেলার রাজাপুর গ্রামের সিএনজি অটোরিকশার চালক জসিম উদ্দিন (৩০), একই গ্রামের আলী আক্কাসের মেয়ে নাসরিন (২৪), জহির উদ্দিনের স্ত্রী মোহসেনা আক্তার(২৫), লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী রোজিনা আক্তার (২০) এবং ফতেপুর গ্রামের আবুল কালাম (২৫)। এ সময় অপর সিএনজি যাত্রী রাজু গুরুতর আহত হয়।
বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৫/শরীফ/ রশিদা