দল মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে বাধা, নেতাকর্মীদের বাড়িঘর ও চলাচলের ওপর হামলা এবং চেয়ারম্যান প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের প্রাণবিনাশী হুমকি অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব অভিযোগ করেন।
রিজভী জানান, প্রথম ধাপে ৭৩৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির ৮৩ চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিতে পারেননি। কেবলমাত্র বাগেরহাট জেলাতেই বিএনপির ৩০ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি। এ ছাড়া আরও ৪-৫ জনকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হুমকি দেওয়া হচ্ছে।’
ইউপি নির্বাচনকে ঘিরে ‘সংঘাতপূর্ণ’ পরিস্থিতির সৃষ্টি হয়েছে দাবি করে এ জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘এই নির্বাচন কমিশনের কারণেই জনগণের ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু পরিবেশ নেই। জনগণের ভোট দেওয়ার অধিকার বিলুপ্ত করে সরকারের একচেটিয়াত্ব প্রতিষ্ঠার সহযোগী হিসেবে নির্বাচন কমিশন কাজ করছে। নির্বাচন কমিশন কী স্বাধীন সাংবিধানিক সংস্থা, নাকি গণভবন বা প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা সুধা সদনের এক্সটেনশন ভবন?’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব