নরসিংদী সদর উপজেলায় বুধবারের জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলার দুই আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়েছেন আরো এক আসামি।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নরসিংদী সদর উপজেলার নাগরীয়কান্দি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে চাপাতি, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
বন্দুকযুদ্ধে নিহতরা হলেন-জহিরুল ও রাকিব। গুলিবিদ্ধ মো. হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানা পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় সদর উপজেলার বাগদি বালুর মাঠ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আরিফ (৩১) ও খোকন (৩০) নামে দুই ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় রাতেই মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামিদের মধ্যে জহিরুল, রাকিব ও হোসেনকে ধরতে রাত সাড়ে ৩টার দিকে নাগরীয়কান্দি এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় আসামিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধাঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জহিরুল ও রাকিব মারা যান। এসময় গুলিবিদ্ধ হন হোসেন।
বিডি-প্রতিদিন/ ০৩ মার্চ ১৬/ সালাহ উদ্দীন