আসন্ন দলীয় ষষ্ঠ কাউন্সিলে বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
আজ শুক্রবার (০৪ মার্চ) বেলা সোয়া ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার পক্ষে তার মনোনয়নপত্র জমা দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচনের রিটার্নিং অফিসার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এ সময় সহকারী রিটার্নিং অফিসার বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশিদ ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
এরপর সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানের পক্ষে তার মনোনয়নপত্র জমা দেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।
খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্রে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে ১৮ জন প্রস্তাবক ও ১৮ জন সমর্থক রয়েছেন।
আগামীকাল শনিবার মনোনয়নপত্র বাছাই ও পরদিন রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন বলে দলীয় সূত্র জানায়।
উল্লেখ্য, আগামী ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/৪ মার্চ ২০১৬/শরীফ