সৌদি আরবের রিয়াদের ওলাইয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত আছেন দুইজন।
শনিবার সন্ধ্যায় দূতাবাস থেকে এ দুর্ঘটনার খবর জানানো হয়।
নিহতদের মরদেহ স্থানীয় সেমুসি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তারা হলেন, এরশাদ আলী, নজরুল ইসলাম, আবদুল খালেক, সোহেল মিয়া ও নান্নু মিয়া। আহত দুইজন হচ্ছেন কানু ও মনির।
দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার শিকার বাংলাদেশিরা পরিচ্ছন্নকর্মী। সকালে কাজে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/ ০৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন