ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী বাইপাস রেলগেট এলাকায় ঢাকাগামী একটি মেইল ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিং রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ট্রাক চালক ও হেলপার। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, সংঘর্ষের ঘটনায় ট্রাকটি রেললাইনের ওপর দুমড়ে-মুচড়ে পড়ে রয়েছে। তবে উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর হামিদুল ইসলাম খান সাজ্জাদ।
তিনি জানান, ওই ট্রেনের ইঞ্জিনকে ট্রাকটি সজোরে ধাক্কা দেওয়ায় ইঞ্জিনের তেলের ট্যাঙ্ক থেকে তেল ছড়িয়ে পড়েছে। আর সেখানে উল্টে যাওয়া ট্রাকটি সরাতে উদ্ধারকর্মীদের গলদঘর্ম হতে হচ্ছে। পুলিশ রেকার দিয়ে এক দফা ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালায়। এখন উদ্ধারকারী ট্রেন দিয়ে চেষ্টা চলছে। আরো ঘণ্টা দু’য়েক সময় লাগতে পারে।
ময়মনসিংহ রেলওয়ের ট্রাফিক পরিদর্শক জানান, মেইল ট্রেনটির ইঞ্জিন উদ্ধার করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/৭ মার্চ ২০১৬/শরীফ