আদালত অবমাননাকর বক্তব্য দেওয়ায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে তলব করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ১৫ মার্চ সকাল ৯টায় আদালতে হাজির হয়ে তাদের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের নয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
প্রধান বিচারপতি বলেন, ''সম্প্রতি দুই মন্ত্রী অশুভ ও আদালত অবমাননাকর বক্তব্য দিয়েছেন। আমরা বিচারকরা মনে করি, এটি বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ।''
উল্লেখ্য, গত ৫ মার্চ দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন বিষয় নিয়ে রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে তীর্যক আলোচনা হয়। ওই আলোচনায় অংশ নিয়ে সরকারের এই দুই মন্ত্রী প্রধান বিচারপতির সমালোচনায় মুখর হন। এর মধ্যে খাদ্যমন্ত্রী যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর মামলার বিচারকের আসন থেকে প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান। অপরদিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী প্রধান বিচারপতির স্বপদে থাকা নিয়ে প্রশ্ন তোলেন।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ ২০১৬/ এস আহমেদ