‘জ্বালাও পোড়াও চোরাগোপ্তা হামলার আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন নেতা নির্বাচনেও চোরাগোপ্তা পদ্ধতি অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে 'সকল যুদ্ধাপরাধীদের বিচারের রায় অবিলম্বে কার্যকর' এর দাবিতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তিনি একথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগসহ অন্যান দলে যখন কাউন্সিল হয় তখন নির্বাচনের আগে কেউ নির্বাচিত হয় না, নির্বাচন করার পর তারা নির্বাচিত হয়। কিন্তু খালেদা জিয়া ও তারেক রহমান কাউন্সিলের দুই সাপ্তাহ আগেই নির্বাচিত হয়েছেন। সম্মেলন হয় নাই, ডেলিগেটরা আসে নাই, নেতাকর্মীরা আসে নাই, এর আগেই তারা নির্বাচিত হয়েছেন।’
বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী বলেন, ‘জার্মানে যুদ্ধাপরাধের দায়ে শুধু নাৎসি বাহিনীর বিচার হচ্ছে না, তাদের যারা সহযোগিতা করেছিল তাদেরও বিচার হচ্ছে; তেমনি আপনারা জামায়াতের সঙ্গ না ছাড়লে, যুদ্ধাপরাধীদের সহযোগিতা করার জন্য আপনাদেরও বিচার করা হবে।’
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৬/মাহবুব