একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি নিয়ে ফের বিবৃতি দেয়ায় ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার সুজা আলমকে ফের তলব করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় তাকে পররাষ্ট্র দফতরে উপস্থিত হতে বলা হয়েছে। চলতি সপ্তাহে তাকে এ নিয়ে দ্বিতীয়বার তলব করা হলো।
নিজামীকে ফাঁসি দেয়ায় গতকাল পাকিস্তান পররাষ্ট্র দফতর এক বিবৃতি দেয়। বিবৃতিতে এ ঘটনায় দেশটি 'গভীরভাবে মর্মাহত' হয়েছে বলে জানায়। এছাড়া পাকিস্তানের জাতীয় পরিষদে এ নিয়ে একটি নিন্দা প্রস্তাবও পাস হয়।
উল্লেখ্য, গত ১০ মে দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শীর্ষ যুদ্ধাপরাধী জামায়াতের আমির নিজামীর ফাঁসির রায় কর্যকর করা হয়।
বিডি-প্রতিদিন/১২ মে ২০১৬/শরীফ