রাজশাহীর মোহনপুরে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ঘাষিগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে। এছাড়া চারজন আহত হয়েছেন।
নিহতরা হলেন, ওই ইউনিয়নের আতা নারায়নপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে আবদুর রাজ্জাক (২৮), হাততৈড় গ্রামের আবদুর রহমানের ছেলে আবদুল আজিজ (৫০) ও ডাঙ্গাপাড়া গ্রামের সৈত চন্দ্র। মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
বজ্রপাতে আহতরা হলেন, উপজেলার পুল্লাকুড়ি গ্রামের জালাল উদ্দিন (৪০), বারইপাড়ার আলিমন বেগম (৭০) ও মোল্লা ডায়িং গ্রামের জাহানারা বেগম (২৮)। এদের মধ্যে জালাল উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বাগমারার ধামিনপুর গ্রামে রহিমা বেগম নামের আরও এক নারী বজ্রপাতে আহত হয়েছেন। তাকেও উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১২ মে ১৬/ সালাহ উদ্দীন