যুদ্ধাপরাধীর বিচার নিয়ে পাকিস্তানের অবস্থান খুবই বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, পাকিস্তানের এমন আচরণে সরকার খুব বিরক্ত। যুদ্ধাপরাধ ইস্যুতে পাকিস্তানের অবস্থান ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে বিবেচনায় রাখা হবে।
শাহরিয়ার আলম বলেন, আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক অনেক শক্তিশালী।
বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক চক্রান্তের চেয়ে অভ্যন্তরীণ ষড়যন্ত্র বেশি হচ্ছে বলে দাবি করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পাকিস্তান আর তুরস্কের রি-অ্যাকশনটাকে এক পাল্লায় মাপার সুযোগ নেই। পাকিস্তানের বিষয়টি ফার মোর গ্রেভ (অনেক বেশি বেদনাদায়ক)। আমাদের জন্য খুবই ডিস্টার্বিং এবং সেখানে শুধু যে ফাঁসির সময় নিন্দা করা হয়েছে, তা নয়।’
বিডি প্রতিদিনি/ ১৩ মে, ২০১৬/ হিমেল-১৮