প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টে তিনশ’ মিলিয়ন ডলার সংক্রান্ত 'মিথ্যা' বক্তব্য দিয়ে মানহানি করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
আজ সকালে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে এ মামলাটি করেন। মামলার বাদী এ বি সিদ্দিকী নিজেই বিষয়টি জানিয়েছেন।
গত ১ মে শ্রমিক দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় বক্তব্য দেওয়ার সময় জয়ের অ্যাকাউন্টে তিনশ মিলিয়ন ডলার রয়েছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া।
এ ঘটনায় জয়ের মানহানি হয়েছে অভিযোগ করে মামলাটি দায়ের করা হয়। আজ সকাল ১১টা নাগাদ মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর বাংলানিউজের
বিডি-প্রতিদিন/১৫ মে ২০১৬/শরীফ