বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মং শৈ উ চাক (৬০) নামে এক বৌদ্ধ ভিক্ষুকে হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ ভোর ৫ টার দিকে বাইশারি ইউনিয়নের ইটারপাড়া থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- জিয়া, আব্দুর রহিম ও হ্ল মংচাক। এদের মধ্যে ২ জন রোহিঙ্গা রয়েছে বলে জানা গেছে।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে উপজেলার বাইশারি ইউনিয়নের উপচাক পাড়া এলাকায় ভিক্ষুর নিজ উপসনালয়ে এ ঘটনা ঘটে। শনিবার সকালে তার ছেলের বৌ খাবার দিতে গিয়ে বৌদ্ধ ভিক্ষুর গলা কাটা মৃতদেহ দেখতে পায়।
বিডি প্রতিদিন/ ১৫ মে, ২০১৬/ হিমেল-১২