ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে বৈঠক করা বিএনপি’র যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাকে গ্রেফতারের জন্য হন্য হয়ে খোঁজছে পুলিশ।
রবিবার চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিএমপি কমিশনার ইকবাল বাহার।
সিএমপি কমিশনার বলেন, ‘আসলাম চৌধুরীর দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরই মধ্যে নিষেধাজ্ঞা জারি করে স্থল, নৌ ও বিমানবন্দরে চিঠি দেয়া হয়েছে। তাকে গ্রেফতারের জন্য খোঁজা হচ্ছে। সে কোন সময় গ্রেফতার হতে পারেন আসলাম চৌধুরী।’
প্রসঙ্গত, গত ৯ মে ভারতের রাজধানী নয়াদিল্লীতে ইসরাইলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান মেন্দি এন সাফাদির সাথে বৈঠক খবর প্রকাশিত হয় ইসরাইলের সংবাদমাধ্যম ‘জেরুজালেম অনলাইন ডটকম’-এ। এরপর বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমেও মেন্দির সাথে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠক সংক্রান্ত বেশকিছু ছবি ও সংবাদ প্রকাশিত হয়। খবর প্রকাশিত হওয়ার পর দেশের রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়।
বিডি-প্রতিদিন/ ১৫ মে, ২০১৬/ হিমেল/ আফরোজ