সিলেটে রবিবার একদিনেই বজ্রপাতে ছয়জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে চার কিশোর, এক বৃদ্ধ এবং একজন মাদ্রাসা শিক্ষক রয়েছেন।
রবিবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাউটি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ইমরান হোসেন (১৪), সেলিম উদ্দিন (১৫) ও হোসেন খান (১৫) নামে তিন কিশোরের মৃত্যু হয়। প্রায় একই সময়ে বজ্রপাতে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের লাকুয়াপাড়া হাওরে মাছ ধরতে গিয়ে রুবেল আহমদ (১৬) নামে আরেক কিশোরের মৃত্যু হয়। এদিন বিকেলে হাটাহাটি করার সময় সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাটাউড়া গ্রামে বজ্রপাতে ইনছান আলী (৫৫) নামক এক বৃদ্ধ মারা গেছেন। এছাড়া বজ্রপাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ছাতার গ্রামের বাসিন্দা ও স্থানীয় তাজুল উলুম জাতুগ্রাম মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী মারা গেছেন। রবিবার বিকেলে মাদ্রাসা থেকে মেয়ের বাড়ি ধরগ্রামে যাওয়ার পথে বজ্রপাতে তিনি মারা যান বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুস সালাম।
বিডি-প্রতিদিন/এস আহমেদ